Dipak Kumar Hazra
Delors Commission in Bengali (ডেলরস্ কমিশন) । গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
১. জ্যাক ডেলর কোন দেশের অধিবাসী ছিলেন?
উঃ ফ্রান্সের
২. কোন আন্তর্জাতিক সংস্থা ডেলরস্ কমিশন সংগঠিত করেছিল?
উঃ UNESCO
৩. UNESCO এর পুরো কথা কী?
উঃ United Nations Educational Scientific and Cultural Organisation
৪. Delors কমিশন গঠিত হয় কত সালে?
উঃ 1993 সালে
৫. ডেলরস্ কমিশনের প্রতিবেদন প্রকাশিত হয় কত সালে?
উঃ 1996 সালে
৬. জ্যাক ডেলর-এর নেতৃত্বে 1996 হয়েছিল-সালে কোথায় শিক্ষা সম্মেলন আয়োজিত?
উঃ প্যারিসে
৭. ডেলরস্ কমিশনের দেওয়া প্রতিবেদনটির নাম কী?
উঃ Learning: The Treasure Within
৮. ডেলরস্ কমিশনের কতজন সদস্য ছিলেন?
উঃ 14 জন
৯. ডেলরস্ কমিশনের কয়টি মূলনীতি ছিল?
উঃ 6টি
১০. কোন কমিশন শিক্ষার চারটি স্তম্ভের মূল প্রবক্তা?
উঃ Delors Commission
১১. ডেলরস্ কমিশনের সুপারিশ অনুযায়ী, শিক্ষার স্তম্ভ কয়টি?
উঃ 4টি
১২. শিক্ষার প্রথম স্তম্ভটি কী?
উঃ জ্ঞান অর্জনের শিক্ষা
১২. শিক্ষার দ্বিতীয় স্তম্ভটি কী?
উঃ কর্মের জন্য শিক্ষা
১৩. শিক্ষার তৃতীয় স্তম্ভটি কী?
উঃ একত্রে বসবাসের শিক্ষা
১৪. শিক্ষার চর্তুথ স্তম্ভটি কী?
উঃ মানুষ হওয়ার শিক্ষা
১৫. জ্ঞান অর্জনের শিক্ষার ভিত্তি গুলো কী কী?
উঃ মনোযোগ, চিন্তনশক্তি, স্মৃতিশক্তি
১৬. 'The World of Education Today and Tomorrow' পুস্তিকায় শিক্ষার কোন উদ্দেশ্যের কথা বলা হয়েছে?
উঃ মানুষ হওয়ার জন্য শিক্ষা
১৭. শিক্ষার চারটি স্তম্ভের মধ্যে জন ডিউই কোনটিকে বিশেষ গুরুত্ব দিয়েছেন?
উঃ কর্মের জন্য শিক্ষা
১৮. আন্তর্জাতিকতাবোধের শিক্ষালাভ করা যায় শিক্ষা স্তম্ভ থেকে?
উঃ একত্রে বসবাসের শিক্ষা
১৯. ডেলরস্ কমিশনের কোন স্তম্ভের অন্তর্ভুক্ত হল 'শিখনের জন্য শিক্ষা'?
উঃ জানার জন্য শিক্ষা
২০. মনোযোগ কোন ধরনের শিক্ষার ভিত্তি?
উঃ জ্ঞান অর্জনের শিক্ষার
২১. শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের জন্য 'Learning to be Human', নামে প্রতিবেদনটি UNESCO প্রকাশ করে কত সালে?
উঃ 1972 সালে
